অভাবী বাবা মায়ের
একমাত্র সন্তান আমি
মনোযোগ দিয়ে পড়ছি তাই
চাকুরী পাবার আশায়।
টাকা নাই পয়সা নাই
নাই মামা খালু,
প্রশ্ন কিনে বি এস এস দিব
কল্পনায় হই বিলাসী।
কোটা নিয়ে হেথায় সেথায়
হচ্ছে মারামারি
পুলিশের গুলিতে হচ্ছি লাশ
যাব না আর বাড়ি।
বেওয়ারিশ হিসাবে হচ্ছি দাফন
একসাথে মোরা ক'জন,
সপ্ন মোদের সপ্ন ই রইল
হতাশ যে আপনজন।
মেধাহীনরা চাকরি পাবে
কোটা কি তাদের আটকাবে?
দূর্নীতি করে লোপাট করে
হাজার কোটি টাকা পাচার করে,
তারাই আবার ন্যায়ের কথা ছড়ায়।
যোগ্যহীনরা চাকরি পাবে
দেশটা কি তাই চায়!
সভ্য দেশ গড়তে হলে
মেধাবীদের কেই দরকার।
.........