বলেছিলাম,
এখানে তুমি সাগর পাবে না,
ঢেউ পাবে না,
মেঘে মেঘে উড়ে যাওয়া চুল পাবে না,
দারুণ কোন ভুল পাবে না,
খুব আকালে হারিয়ে যাবার পথ পাবে না,
বলেছিলাম,
এখানে তুমি সব হারাবার সুখ পাবে না,
মাঠ পাবে না,
শ্যাম পাবে না,
বিকেল বেলায় আলস্যে আর মেঘ রবে না,
শেষ পেরুবার সব পাবে না,
বলেছিলাম,
এখানে তুমি খুব সকালে কাক পাবে না,
কুয়াশায় হারিয়ে যাওয়া রঙ পাবে না,
নদীর মাঝে ভেসে যাওয়া কূল পাবে না,
শহর জুড়ে শুধু অকারণ মন পাবে না,
বলেছিলাম,
এখানে শুধু রোদ পাবে না,
আকাশ পুড়ে এমন কোন শ্লোক পাবে না,
জলের দেশে হারিয়ে যাওয়ার গান পাবে না,
ছাপ পাবে না,
দাগ পাবে না,
বলেছিলাম,
এখানে আর রাগ পাবে না,
ফুলের মাঝে না বলবার সুর পাবে না,
থেকে থেকে বেজে ওঠার ডাক পাবে না,
বিকেল বেলার রৌদ্র জ্বলা চোখ পাবে না,
বলেছিলাম,
এখানে আর গল্প রবে না,
সময় ছাড়া বেজে ওঠার ধুন রবে না,
আলোয় ছোটে এমন কোন ক্লেদ রবে না,
গল্প বলার, গল্প শোনার মন রবে না,
মন রবে না।
বলেছিলাম...
০৪ঠা ডিসেম্বর ২০২০