পোস্টস

কবিতা

অরুনী

৫ সেপ্টেম্বর ২০২৪

নাজমুল হোসেন রিফাত

অরু, 

আকাশী রঙের খয়েরী পাড়ের শাড়িটা পরে 

বারান্দায় এসে দ্যাখা দিও শ্রাবণের মেঘলা দিনে। 

ঝিরিঝিরি বৃষ্টিতে

আমি কাক-ভেজা হয়ে 

তোমার গলির মাথা থেকে উঁকি দিয়ে 

নিশ্চিত হবো যে তুমি আমি ছাড়া সকলেই 

যে-যার মতো ব্যস্ত।

 

অরুনী, 

তুমি একটা ছোট্ট কালো টিপ পরতে পারো।

বেলা শেষে যাচ্ছেতাই বকে দিও, তবুও-

দ্যাখা দাও চিত্তহারিণী, দ্যাখা দিও।

 

১৭আগস্ট, ২০২৪ইং