আবেদন
রক্তে আমার নৃত্য করে তপ্ত কামের নগ্নতা,
তবু আমি দেহের ভৃত্য নই,চিত্ত আমার দেবতা৷
সেই দেবতাই রিক্ত আজ,বিত্তহীন
তাইতো নিত্য খুজিঁ তোমার কাছে সিক্ত ঋন৷
স্নাতো চন্দ্র তুমি,রুপালী আলোয়ে মুক্ত ঝর ঝর,
ক্লান্ত পথিক আমি,সে জোছনায় আমায়ে একটু তৃপ্ত করো করো৷