পোস্টস

কবিতা

ফেলানী; তারকাটায় ঝুলে থাকা একটি মানচিত্র

৫ সেপ্টেম্বর ২০২৪

সুকান্ত সোম

ফেলানীরা আজো ঝুলে আছে তারকাটায়,
ঠিক যেন একটি মানচিত্র সেটে আছে দেয়ালে।
মরণে ভ্রমণ করে প্রমাণ করতে পারেনি তার মৃত্যু
কোন এজলাশের বাকবিতন্ডায় চাপা পড়ে চিৎকার
কাগজের পাতায় ভেসে উঠে রোজ
আরেক কাগজের কাফনে দাফন হয়
ধুলার মরিচায় কালের স্রোতে লেপ্টে যায় কালি
জীবিত কাগজ থেকে ফেলানীরা হয় ফেরারী।
বছর ঘুরে ফেলানীরা হাজির হয়, সেইদিনে 
যেইদিন মরেও প্রমান হয় না যাদের মরন,
আবার ভেসে উঠে কাগজের কোনায়।
ফেলানীরা ঝুলে রয় কেবল কাগজের পাতায় 
যেন একটি মানচিত্র ঝুলে আছে তারকাটায়।