Posts

নিউজ

বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম

September 5, 2024

নিউজ ফ্যাক্টরি

118
View

বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আজম। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গেছে। 

এই বিষয়ে সংবাদমাধ্যমে মোহাম্মদ আজম বলেন, বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে।  

ড. মোহাম্মদ আজম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি–উপনিবেশায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে 'বাংলা ও প্রমিত বাংলা সমাচার' এবং ‘সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ’। এছাড়া তার সম্পাদিত বইগুলো হলো, ‘নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান’, ‘কবি ও কবিতার সন্ধানে’।  

Comments

    Please login to post comment. Login