Posts

কবিতা

নিকষ হৃদয়

September 5, 2024

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

জগত সংসারে কাঁধে নীরবে, খোদা রক্ষা কর মোরে 
তুমি নীরবে,  ধ্বংসের দ্বারে একা দাঁড়িয়ে!
মুখ ভেসে,  বুক ভেসে, অতল তলে হৃদয় ভাসিয়ে
কাঁধে মানুষ শুধু একা নীরবে।

ধৈর্য হীন জগতে, রাত কয়েক পরে গালি ফুটে
বিরক্ত মনে, তুমি আমার নও,   খোদা তুমি আমার নও 
আমি তোমার নই,  আমি  তোমার নই 
সাধু ছাড়া সম্ভব নয়, আমি সাধু নই!

এত ডাকি তুমি ঘুমাও কেমনে!? 
যদি বাসিতে ভাল অধম জেনে, পাঠাইতে সাহায্য বুরাক 
করে, আসমান ছিড়ে, জমিন ভরে, বৃষ্টির মত রহমত ছিটিয়ে 
শত কষ্ট - দুঃখ ধুলোয় মিশেয়ে, করিতে আমায় ভূপতি সমাজে!

বোকার ধ্বনিতে বাতাস হাসে,  খোদার আরশ - জমিন ও সাথে
আপন মনে কলু পূর্ণে, মিথ্যে , হারামে কেমনে সেজে
আঁধারে ডেকে নূরের আত্মা, মৃত্যু হয়েছে সেই কবে!

আধার আলো কি একই মিলে?!
হারাম ফেলে , মিথ্যে ছুড়ে, আপন দিলে দেখ চেয়ে 
নেই কিছুই বাকি,  আপন বলে!

বদলাও তুমি নিজ শ্রমে ধৈর্য মিলে, তওবা করে, নীরবে আড়ালে 
না চাইতে ও আসিবে ফিরে, নূরে খোদা তোমার হৃদয়ে 
আলো- আলোর মশালে কান্নায় কাঁপিবে আরশ, জমিন- আসমান সবে।


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল 
তারিখঃ ৫/৯/২০২৪,

Comments

    Please login to post comment. Login