কাঁদো তুমি
কাঁদবেনা কেউ
অাসবেনা কাছে
বিষম বিষন্ন মনে সান্তনা দিতে।
হাস তুমি
হাসবে সারা দুনিয়া
উৎফুল্ল চিত্তে জুটবে সবে
তোমার সফলতায়।
ধনী তুমি
বদন্যতা তোমার
চারপাশে বন্ধুসব করবে কলরোব।
খাওয়াবে তুমি
জুটবে সবে
হোটেলের হলরুম ভরপুর
যেন এক ফুল বাগিচা
জায়গা হবেনা স্বয়ং তোমার।
দরিদ্র তুমি
দলছুট পথিক
পাশে অাসবেনা কেউ
বলবেনা আর
"কেমন আছিস, তুই".
.... ….....…....
189
View