এটা সেই সময়ের কথা আমি তখন রায়বতি উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে এক মসজিদের মুয়াজ্জিন ছিলাম। প্রথম বিশ্বযুদ্ধের পর হতদরিদ্র অনেক মুসলিম পরিবার তখন তাদের ক্ষুধা অভাব-অনটনের জন্য নিজ ধর্ম ত্যাগ করে খৃস্টান ধর্ম গ্রহণ করত। সেই গ্রামে এক মাদ্রাসা ছিলো। হঠাৎ মাদ্রাসায় একদিন ইমাম সাহেব এক এতিমকে নিয়ে আসেন।