Posts

নিউজ

বেইলি গিফোর্ড প্রাইজের দীর্ঘ তালিকায় স্থান পেল রুশদির স্মৃতিকথা

September 6, 2024

নিউজ ফ্যাক্টরি

94
View

চলতি বছরের বেইলি গিফোর্ড প্রাইজের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান লেখক সালমান রুশদির স্মৃতিকথা ‘নাইফ’ সহ মোট ১২ টি বই জায়গা পেয়েছে। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লন্ডনে এই তালিকা প্রকাশ করা হয়। ১০ অক্টোবর চেলটেনহ্যাম সাহিত্য উৎসবে এই তালিকা থেকে ৬টি বই বেছে নিয়ে সংক্ষিপ্ত একটি তালিকা প্রকাশ করা হবে।

১৯ নভেম্বর বিজয়ী লেখকের নাম ঘোষণা করা হবে। তিনি ৫০ হাজার পাউন্ড পাবেন। আর সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া লেখকদের প্রত্যেকেই ৫ হাজার পাউন্ড পাবেন।  

রুশদির স্মৃতিকথা নাইফ চলতি বছরের এপ্রিলে প্রকাশিত হয়। ২০২২ সালের আগস্টে নিউইয়র্কের একটি সাহিত্য উৎসবে বক্তৃতা দেওয়ার সময় ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন তিনি। এই হামলার ফলে তার এক চোখ অন্ধ হয়ে যায় এবং একটি হাত ক্ষতিগ্রস্ত হয়। সে সময়ের কাহিনী তিনি এই স্মৃতিকথায় তুলে ধরেছেন।  

উল্লেখ্য, বেইলি গিফোর্ড প্রাইজ নন ফিকশনের জন্য বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। আগে এটি  স্যামুয়েল জনসন প্রাইজ নামে পরিচিত ছিল। ইংরেজি ভাষায় সেরা নন ফিকশন বইয়ের জন্য প্রতি বছর ব্রিটেন থেকে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের যে কোনো দেশের লেখক এটি পেতে পারেন। 

২০২৪ সালের বেইলি গিফোর্ড প্রাইজের দীর্ঘ তালিকা এক নজরে দেখে নেওয়া যাক

১. সালমান রুশদি – নাইফ

২. ভিয়েত থান নগুয়েন - অ্যা ম্যান অব টু ফেসেস

৩. রিচার্ড ফ্লানাগান – কোশ্চেন সেভেন 

৪. গ্যারি জে. বাস – জাজমেন্ট এট টোকিও

৫. জোনাথন ব্লিটজার – এভরিওয়ান হু ইজ গন ইজ হেয়ার

৬. র‍্যাচেল ক্লার্ক - দ্য স্টোরি অব অ্যা হার্ট

৭. র‍্যাচেল ককেরেল - মেল্টিং পয়েন্ট

৮. অ্যানি জ্যাকবসেন - নিউক্লিয়ার ওয়ার 

৯. সু প্রিডোক্স - ওয়াইল্ড থিং

১০. ডেভিড ভ্যান রেব্রুক - রেভোলুসি 

১১. হেলেন স্কেলস - হোয়াট দ্য ওয়াইল্ড সি ক্যান বি

১২.  অ্যাডাম শ্যাটজ - দ্য রেবেলস ক্লিনিক 

সূত্র: দ্য গার্ডিয়ান  

Comments

    Please login to post comment. Login