Posts

কবিতা

জীবনানন্দ পড়লে

May 5, 2024

ফারহান আবিদ

Original Author ফারহান আবিদ

305
View

জীবনানন্দ পড়লে মাঝে মাঝে আমার কাছে লাগে
মরিচা পড়া সবুজ ঘাসের মধ্যে দিয়া 
যেন সাদা ময়দার ময়ান আঁক কইরা নব্বই ডিগ্রীতে নীল আকাশ দ্যাখে
যেন একেকটা তুলার দেবশিশুরা আযান দিয়া যায়
প্রত্যেকটা মড়িঘরের আজরাইলের ঘড়ির হিসাব ফাঁকি দিয়া
যেন একেকটা পানির ফোঁটার 
গোটা দুনিয়ার কাছে দিব্যি দেয়া আছে
ঝইরা পইড়া যাওনের আগে তারা কবিতা হইবো
জীবনানন্দ পড়লে আমার লাগে
মরা আকাশের নীচে আমরা দুনিয়া ভাইবা
তালা দিয়া রাখছি নিজেদেরকে
নিজেদের মগজের কাছেই

 

Comments

    Please login to post comment. Login