পোস্টস

নিউজ

বাংলা একাডেমির মহাপরিচালক পদে যোগদান করলেন মোহাম্মদ আজম

৮ সেপ্টেম্বর ২০২৪

নিউজ ফ্যাক্টরি

বাংলা একাডেমির মহাপরিচালক পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ আজম। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।  

একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে নতুন মহাপরিচালককে একটি অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান একাডেমির সচিব মো. নায়েব আলী, একাডেমির পরিচালক ও উপপরিচালকবৃন্দ।   

এ সময় মোহাম্মদ আজম বলেন, 'বাংলা একাডেমির প্রতি বাংলাদেশের মানুষের প্রত্যাশা অপরিসীম। গণঅভ্যুত্থানের পর একাডেমি ঘিরে এ দেশের মানুষের নতুন আকাংখা তৈরি হয়েছে। সকলের সমবেত সংযোগ ও সক্রিয়তায় আমরা বাংলা একাডেমিকে গবেষণামূলক জাতীয় প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে সক্ষম হবো।'

মোহাম্মদ আজমকে ৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন বছরের জন্য একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

উল্লেখ্য, ড. মোহাম্মদ আজম ১৯৭৫ সালের ২৩ আগস্ট নোয়াখালীর হাতিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। এর পর বাংলা ভাষার উপনিবেশায়ন ও বি–উপনিবেশায়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে, বাংলা ও প্রমিত বাংলা সমাচার এবং সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ। এছাড়া তার সম্পাদিত বইগুলো হলো, নির্বাচিত কবিতা: সৈয়দ আলী আহসান, কবি ও কবিতার সন্ধানে।