Posts

কবিতা

তারে দেখলাম

September 9, 2024

ফারহান আবিদ

Original Author ফারহান আবিদ

78
View

তারে দেখলাম,

মনে সহস্র সমুদ্রের গর্জন একসাথে শুনলাম,

যেন গহীন বনে একঝাঁক অলীক হরিণী।

সোনা রঙের পিস্তলের ব্যারেলে

কয়েক শ’ কার্তুজ একসাথে গর্জে উঠল।

বনের গহনে উড়ে গেল ঝাঁকে ঝাঁকে

পীত রঙা বুনো প্রজাপতি।

তারে দেখলাম,

বুকের ভেতর কনস্ট্রাকশন সাইটের

ড্রিলার দিয়ে কেউ ফুটো করে দিলো যেন।

সহস্র শব্দের উন্মাতাল সুর,

সকল পরিমাপ অসহ্য বিদীর্ণ করে ফুটে উঠলো।

যেন অনমিত সুরুজ বিদিশা বিষন্ন

হয়ে ডেকে ডেকে সারা।

তারে দেখলাম,

যেন মূহুর্তে হারিয়ে ফেললাম স্থাবর-অস্থাবর ঠিকানা।

যেন সচকিতে ভুলে গেলাম নিজের পরিচয়।

যেন এক পলকে ক্বলবের ভেতর পর্যন্ত দেখে নিল

কতটা রিক্ত আর অসহায় হয়েও

রাজ্য শাসায় আমার মত

নিরেট ভেজা মস্তিষ্কের কবিতার ফেরিওয়ালা।

২৬শে নভেম্বর ২০১৯

Comments

    Please login to post comment. Login