পোস্টস

কবিতা

জীবনের গতিপথ

৯ সেপ্টেম্বর ২০২৪

মো. গোলাম কিবরিয়া

............ জীবন........

জীবন চলার পথে থাকবে সবে,
সবাই তো নয় আপন।
কেউ দিবে কষ্ট
কেউবা ব্যাথার উৎস।
ক্ষোভ না বাড়াতে তাই 
যেতে হবে ভূলে সব,
করতে হবে ক্ষমা।

জীবন চলার পথে
কিছু ভূল হবে
হবে নাতো সঠিক সব,
ভূল থেকে শিখে তাই
যেতে হবে বহুদূর, সাফল্যের চূড়ায় ।

জীবন চলার পথে 
হতে হবে অনুতপ্ত 
তাই বলে যাবে না জীবন থমকে,
চলতে হবে পাশ কাটিয়ে
অতীতের সব অনুশোচনা।

জীবন চলার পথে 
কেউবা যাবে ছেড়ে তোমায়
আসবে না আর ফিরে, 
তাকাবে না আর,
তাইতো শিখতে হবে
ছেড়ে দিতে অধিকার।

জীবন চলার পথে থাকবে 'ভয়'
ফিসফিসিয়ে বলবে, দাড়াও,  যেও না। 
তাইতো 'সাহস' করতে হবে ধারন
যেতে বহুদূর সাফল্যের চূড়ায়
পশ্চিমের রক্তিম অস্তগামীর আগে।