পোস্টস

কবিতা

প্রচন্ড সে ভালবাসা

৯ সেপ্টেম্বর ২০২৪

সুকান্ত সোম

প্রচন্ড সে ভালবাসা আছে দু খাচায় বন্দি,

আছে ছোয়া না ছোয়া,দূর হতে অভিসন্ধি।

রেললাইনের সমান্তরালে চলা

একিসাথে চুপথেকে কথা না বলা।

কখনো সবুজের বুকে হামাগুড়ি

চোখে চোখ রেখে কল্পনার গড়াগড়ি।

নির্বাক থেকে অবাক হয়ে চুপ-নিশ্চুপ

প্রচন্ড ভালবাসার এক বড় স্তুপ।

অল্প কথার অদ্ভুত শিহরন

ছন্দ বয় রন্ধ্রে রন্ধ্রে তোলে আলোড়ন।