পোস্টস

কবিতা

সবকিছুই একসময় ক্লান্তিকর হয়ে পড়ে

৯ সেপ্টেম্বর ২০২৪

মোহাম্মদ আনোয়ার হোসেন

সবকিছুই একসময় ক্লান্তিকর হয়ে পড়ে,
ভীষণ ক্লান্তিকর।
উচ্ছ্বাস - আবেগ - আলোড়ন - উন্মাদনা,
ঝুলে পড়ে,
আশি পেরোনো বৃদ্ধার স্তনের মতন।

আশা নিরাশার লুডু বোর্ডে
জেদ ধরে বসে - ছক্কা।
নতুন কোন স্বপ্নের গুটি বেড়োয় না,
জীবনের গুটিগুলোকেও
জিভ দিয়ে চেটে খেয়ে দেয় অদৃশ্য সময়।

সবকিছুই একসময় ক্লান্তিকর হয়ে পড়ে,
ভীষণ ক্লান্তিকর।

প্রিয় মুখ
প্রিয় কণ্ঠস্বর
প্রিয় গান
প্রিয় স্বাদ
প্রিয় স্পর্শ
প্রিয় আলিঙ্গন
প্রিয় শব্দ
একে একে ডুবে যেতে থাকে -
ক্লান্তির চোরাবালিতে।

বিকেলের বৃষ্টি,
শরতের মেঘ,
সিঁদুর মাখানো গোধূলি,
সন্ধ্যারাতের তারা,
মাঝরাতের জোনাকি,
ঝিঁঝিঁ পোকার বিদঘুটে ডাক,
ঘুমিয়ে পড়ে ক্লান্তির কোলে।

সবকিছুই একসময় ক্লান্তিকর হয়ে পড়ে,
ভীষণ ক্লান্তিকর।

.

মোহাম্মদ আনোয়ার হোসেন
১৯ অগাস্ট ২০২৪
ঢাকা
.
Facebook Profile: Mohammad Anowar Hossain
Website: anowarstories.com