Posts

কবিতা

ঠোঁটের উত্তাপ

September 9, 2024

মোহাম্মদ আনোয়ার হোসেন

68
View

আজ ভালোবাসার বৃষ্টি নেমে পড়ে
শহরতলীতে-
নিয়নের আলো গলে যায়
বৃষ্টির ঝর্ণায়।
 

আলোতে অন্ধকারে,
প্রেমেতে প্রলাপে,
সুখে অসুখে,
তুমি মিশে যাও হৃদপিণ্ডের ধমনীতে।
 

অনন্যা স্পর্শে-
কাঁপে শরীর।
একবার ঠোঁটে ঠোঁট লাগিয়ে
ধরিয়ে দাও কৃষ্ণচূড়ার আগুন,
পুড়তে থাকুক শরীর নামের এই
দারুচিনির বন।

.

মোহাম্মদ আনোয়ার হোসেন
৬ মে ২০২৪
ঢাকা

.

ফেসবুক প্রোফাইলঃ Mohammad Anowar Hossain

ওয়েবসাইটঃ anowarstories.com


 

ঠোঁটের উত্তাপ | মোহাম্মদ আনোয়ার হোসেন । বাংলা রোম্যান্টিক কবিতা

Comments

    Please login to post comment. Login