Posts

কবিতা

স্মৃতির দিকে চলে যাওয়া

September 9, 2024

নাজমুল হোসেন রিফাত

100
View

এ অন্ধকার রাত কেবল তোমার দিকেই নিয়ে যায়,
এ নিস্তব্ধতা কেবল তোমারই কথা বলে যায়।

এ গান গেয়ে গেয়ে বাউল হয়ে, আলখাল্লা গায়ে
এ সুরের সুরে তোমার ভিতরে থেকে যাই
তোমারই স্মৃতি হয়ে।

নষ্ট-ভ্রষ্ট-শ্রেষ্ঠ-স্পষ্ট সবই তুমি নিজের ভিত্রে
মায়ের মতো আগলে রাখো ভালোবেসে সযত্নে।


৯ই সেপ্টেম্বর, ২০২৪ইং

Comments

    Please login to post comment. Login