Posts

নিউজ

নিলামে বিক্রি হবে রবার্ট বার্নসের ২৩৭ বছরের পুরনো কবিতার বই

September 9, 2024

নিউজ ফ্যাক্টরি

স্কটিশ কবি ও গীতিকার রবার্ট বার্নসের কবিতা সংকলনের প্রথম সংস্করণের দুর্লভ একটি বই চলতি মাসের শেষে নিলামে বিক্রি হবে।  

এই বইটি ১৭৮৬ সালে স্কটল্যান্ডের কিলমারনক প্রিন্টার থেকে প্রথম প্রকাশিত হয়। এটি ২৩৭ বছরের পুরনো একটি বই। এটি স্কটিশ সাহিত্যের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়।  

১৯ সেপ্টেম্বর দুর্লভ এই বইটি নিলামের জন্য তোলা হবে। বইটি ৬০ হাজার পাউন্ডে (৭৮ হাজার মার্কিন ডলার) বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।   

এই বইয়ের কবিতাগুলো প্রধানত স্কটল্যান্ডের স্থানীয় ভাষায় লেখা হয়েছে। সে সময় বইটি প্রকাশের এক মাসের মধ্যেই ৬১২ কপি বিক্রি হয়েছিল। কবিতা সংকলনটি প্রকাশের সময় বার্নসের বয়স ২৭ বছর ছিল।   

এই সংস্করণে তার অনেক বিখ্যাত কবিতা রয়েছে। টু অ্যা মাউজ, অ্যাড্রেস টু দ্য ডেইল, দ্য টোয়া ডগস, হ্যালোইন শিরোনামের এই কবিতাগুলো স্কটল্যান্ডের আইরশায়ারের মাউচলাইন শহরের মোসগিয়েল খামারে কাজ করার সময় তিনি লিখেছিলেন। সে সময় তিনি তার ভাই গিলবার্টের সঙ্গে ওই খামারে থাকতেন এবং কাজ করতেন। 

উল্লেখ্য, রবার্ট বার্নস ১৭৫৯ সালের ২৫ জানুয়ারি স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি স্কটল্যান্ডের জাতীয় কবি। স্কটস ভাষায় লেখা কবিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি পরিচিত। তিনি প্রমিত ইংরেজিতেও কবিতা লিখেছেন। তাকে রোমান্টিক আন্দোলনের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তার মৃত্যুর পর লিবারালিজম এবং সোশিয়ালিজম উভয়ের প্রতিষ্ঠাতাদের জন্য তিনি অনুপ্রেরণার একটি বড় উৎস হয়ে ওঠেন। তার ‘Ye banks and braes’ গান দ্বারা অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর 'ফুলে ফুলে ঢলে ঢলে' গানটি লিখেছিলেন। ১৭৯৬ সালে মাত্র ৩৭ বছর বয়সে মারা যান বিখ্যাত এই কবি।    

সূত্র: দ্য হেরাল্ড        

Comments

    Please login to post comment. Login