Posts

নিউজ

এই সেপ্টেম্বরে আসছে স্যালি রুনি, রুমান আলমের নতুন বই

September 10, 2024

নিউজ ফ্যাক্টরি

89
View

এই সেপ্টেম্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন লেখক রুমান আলম এবং আইরিশ বেস্টসেলার লেখক স্যালি রুনির নতুন বই প্রকাশিত হবে।

রুমান আলির ‘এনটাইটেলমেন্ট’ ১৭ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এটি অর্থ এবং নৈতিকতার উপর ভিত্তি করে লেখা একটি সাইকোলজিক্যাল ফিকশন। ২০২০ সালে তার লেখা ‘লিভ দ্য ওয়ার্ল্ড বিহাইন্ড’ নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার বইয়ের তালিকায় ছিল। এই উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের একটি সিনেমা গত বছর  নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। এতে অভিনয় করেছেন বিখ্যাত হলিউড তারকা জুলিয়া রবার্টস।

এদিকে স্যালি রুনির নতুন উপন্যাসের নাম ‘ইন্টারমেজো’। বইটি ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে। এটি ৩৩ বছর বয়সী বেস্টসেলিং এই লেখকের চতুর্থ উপন্যাস। বরাবরের মত এবারের উপন্যাসেও বর্তমান যুগের তরুণদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে জটিলতার বিষয়টি তুলে ধরেছেন তিনি। মূলত দুই ভাই পিটার এবং ইভান কৌবেকের জীবনের কাহিনী বর্ণনা করা হয়েছে ইন্টারমেজোতে। দুই ভাইয়ের ভালোবাসার মানুষ, তাদের আশা-আকাঙ্ক্ষা, হতাশা এবং সম্ভাবনার গল্প বলেছেন লেখক। 

রুনির আগের উপন্যাসগুলো সবগুলোই আন্তর্জাতিক বেস্টসেলার হয়েছে। তার 'নরমাল পিপল' এবং 'কনভারসেশন উইথ ফ্রেন্ডস' উপন্যাস অবলম্বনে বিবিসি টেলিভিশন সিরিজ নির্মাণ করেছে। তার তৃতীয় এবং সর্বশেষ উপন্যাস ‘বিউটিফুল ওয়ার্ল্ড, হোয়ার আর ইউ’ ২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত হয়েছিল। বইটি প্রকাশের মাত্র পাঁচ দিনের মধ্যেই ৪০ হাজারের বেশি কপি বিক্রি হয়েছে। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

Comments

    Please login to post comment. Login