Posts

পোস্ট

অসামাজিক মানুষগুলোর জন্য আমার পক্ষ থেকে স্যালুট (Premium)

September 11, 2024

Madhab Debnath

0
sold
ওরা অসামাজিক কারণ ওদের দুনিয়াটা তোমার ফেইরী টেল দুনিয়ার মত নয়। ওদেরও মন আছে , রঙ বেরঙের ইচ্ছেও আছে। পার্থক্য শুধু ওদের ইচ্ছের পাখি গুলোর ডানা বাঁধা থাকে, সাধ থাকা সত্ত্বেও কখনো উড়তে পারেনা। ওরা বড় হয় দায়িত্বের বোঝাকে ঘাড়ে নিয়ে। অনেকগুলো চোখ খুব আশা করে ওদের দিকে তাকিয়ে থাকে। তাই ওরা তোমার মত সামাজিক হতে পারে না, সবার মাঝে নাম মাত্র বেঁচে থাকে অসামাজিক নামের বিশেষণ নিয়ে।
আজ সেই সব অসামাজিক মানুষগুলোর জন্য আমার পক্ষ থেকে স্যালুট।
দৌড়াতে থাক রে পাগলা একদিন বিজয়ের শেষ হাসিটা যে তোরই হবে। সকলকেই অসংখ্য ধন্যবাদ।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login