Posts

কবিতা

তোকে দেখি

September 11, 2024

ফারহান আবিদ

Original Author ফারহান আবিদ

199
View

তোকে দেখি, আলতো তুলোয় ভর।

তোকে দেখি, ঝড়ে, হাওয়ার বর।

তোকে দেখি, তুলোর বিষম দেশ।

তোকে দেখি, নোঙর ছাড়ার রেশ।

তোকে দেখি, শিমুল ফুলের সাদা বন।

তোকে দেখি, নদীর বাঁকে আশার কোণ।

তোকে দেখি, বুনো গানের ফুল।

তোকে দেখি, মেহেদী রাঙা ভুল।

তোকে দেখি, শহরে আমাতে মত্ত।

তোকে দেখি, দিশাহারা উন্মত্ত।

তোকে দেখি, সুরা হাতে নিয়নসাইন।

তোকে দেখি, সুরের ভাঁজে গুপীগাইন।

তোকে দেখি, দালির উল্টো গোঁফের পথ।

তোকে দেখি, সুলতানের হারানো রথ।

তোকে দেখি, জল টানে উপরের হাত।

তোকে দেখি, নতুন সুরের জলপ্রপাত।

তোকে দেখি, এই শহরে আকাশ ফোটে।

তোকে দেখি, রঙিন পলি হাওয়ায় জোটে।

তোকে দেখি, দিক বিদিক আমি একা।

তোকে দেখি, সকাল-বিকাল সব ফাঁকা।

তোকে দেখি, এই আমি তোর ইজেলে।

তোকে দেখি, রাত জাগা কবিতা, জলে।

তোকে দেখি, মন উচাটন বিকেল ছবি।

তোকে দেখি, ভীষণ উচ্ছ্বাস ব্যাকুল কবি।

তোকে দেখি, অনেক চেনা কার্ট কোবেইন।

তোকে দেখি, ব্ল্যাক হোল সান, সাউন্ড গার্ডেন।

তোকে দেখি, চোখের তারাও মুক্তা হয়।

তোকে দেখি, তোর বিষে দারুণ ভয়।

তোকে দেখি, অযুত চোখে পরত রাঙা।

তোকে দেখি, ঐ খানেতে আমার ডাঙা।

তোকে দেখি, সুখী অসুর চলে হিমালয়।

তোকে দেখি, আর আমার চোখ রঙ বদলায়।

২১শে নভেম্বর ২০২০

Comments

    Please login to post comment. Login