ফ্রোজেন সেক্টর থেকে এক কার্টের অর্ধেক ভরিয়ে ফেললেন ফ্রোজেন ফুডস পরোটা, পুরি, সিঙ্গারা, সমুচা, রোল, নাগেটস দিয়ে। তারপর হাতের ডানে কুকিং ওয়েল সেকশনে গেলেন। খুব বিচক্ষণতার সাথে সবচেয়ে ফ্রেশ, স্বচ্ছ, চকচকে সয়াবিন তেলটি বাসার রান্নার জন্য বেছে নিলেন।
এরপর গেলেন স্ন্যাকস বিস্কুট সেকশনে। অনেকগুলো দামী দামী বিস্কুট প্যাকেট কার্টে ভরলেন। আমার মনে অনেক ইচ্ছে করছিলো- তার শপিং কার্টের সবগুলো ঢেলে নিয়ে, তুলনামূলক হেলদি খাবারগুলো দিয়ে রিপ্লেস করে দিই।
টাকা দিয়ে উনি সবগুলো বিষ বাছাই করে নিয়ে যাচ্ছেন ঘরে, তার আপনজনদের জন্য।