পোস্টস

প্রবন্ধ

ইসলামী নারীবাদ কী এবং কেন? (প্রিমিয়াম)

১২ সেপ্টেম্বর ২০২৪

উম্মে ফারহানা

নারীবাদ ব্যাপারটি কী এবং কেন তা নিয়ে কথা বলতে বলতে নারীবাদীদের মুখে ফেনা উঠে যাবার যোগাড়, তাই ইসলামী নারীবাদ টেনে আনলে তা বোঝার উপর শাঁকের আটির মতন লাগতে পারে। নারীবাদীদের অনেকেরও ধারণা, ইসলামী নারীবাদ আসলে সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ত্বের মতন অসম্ভব একটি ব্যাপার। যেহেতু ইসলাম ধর্মটিকেই বাদবাকি আর সকল ধর্মের মতন পুরুষতান্ত্রিক এবং নারীবিদ্বেষী হিসেবেই দেখা হয়ে আসছে, তাই ইসলামের কাঠামোর মধ্যে থেকে নারীবাদ চর্চার ধারণাটিকে অনুধাবন করতে অনেক সময়ই আমাদের কিছুটা বেগ পেতে হয়। শুরুতেই আমাদের মেনে নিতে হবে ফোর্থওয়েভ বা চতুর্থতরঙ্গের নারীবাদ এই সময়ে এসে কোন ধারার নারীবাদ চর্চাকেই খারিজ করতে পারেনা বা করে না। নারীবাদ যেহেতু নারীর অধিকার আদায়ের সংগ্রাম এবং একটি রাজনৈতিক অবস্থানও, তাই পৃথিবীর নারী জনসংখ্যার একটি বৃহৎ অংশ যে একটি ধর্ম এবং সাংস্কৃতিক চর্চার মধ্যে জীবন ধারণ করে নিজেদের অধিকার আদায় করে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেই চেষ্টার একটি বিশেষ গুরুত্ব আছে বই কি। 

এটি একটি প্রিমিয়াম পোস্ট।