২৫/০৩/২০২৪
সানজানা আক্তার মিম
আজ নিজেকে যেন মনে হলো বড়ই তুচ্ছ পদার্থ,
তোমার আশায় বসেছিলাম পথের ধারে,
কিন্তু নিমেষেই হেয় করে চলে গেলে নিরর্থ।
তোমার সেই ভর্ৎসনায় পাইনি লজ্জা বিন্দুমাত্র,
অগত্যা পিছু পিছু ছুটে এলাম ল্যাম্পপোস্টের ধারে,
একটুখানি কথা শুনব বলে তোমার,
কতই না ধিক্কার শুনতে হল আমায়,
হয়ত তুমি দেখনি, হাসির রেখা তখনও যে মুছে ফেলা দায়।
ছলছল চোখে তাকিয়ে দেখেছি তোমার চলে যাওয়া,
পিছুও ডেকেছি বহুবার কিন্তু তুমি শুনলে না একটিবার!
তোমার তিক্ততাকে মধু মাখিয়ে হৃদয়ে ধারণ করেছি,
আর তোমার রক্তিম চাহনিকে মনে ধরে রাতকে ভিজিয়েছি।
জড়িয়ে ধরা কোলবালিশটি যখন ভিজে একাকার,
বাইরে তখন সূয্যিমামা এসে ডাক দেয় আমায়,
সেই ভেজা বালিশটি তো পলকেই শুকিয়ে গেল,
কেবল আমার ভেজা চোখদুটি শুকোনো ভার।