Posts

বাংলা সাহিত্য

টোকাই

May 6, 2024

নওয়াজিশ শিউল

Original Author নওয়াজিশ শিউল

130
View
চৌরাস্তার মোড়ে আমি সময় করে যাই,
রাস্তার কোনে ডাস্টবিনে প্রায় তাকাই।
দেখি
বুঝি
খুঁজি
কে কি অপ্রয়োজনীয় বলে ফেলে দিল,
কে মায়ের পেট থেকে সোজা ডাস্টবিনে এলো।

আজ আমার তাড়া ছিল ঠিকই
তবু থামতে ভুলি নাই,
একবার তাকিয়ে থমকে দাঁড়াই
একটা শাহাদাত আঙ্গুল নিয়ে
তিনটে কুকুর করছে লড়াই।
কে
কেন
কীভাবে
এই কাজ করল আমি বুঝতে চেষ্টা করি,
কোন দুর্ভাগার আঙ্গুল খুঁজতে চেষ্টা করি।

একটা ঢিল ছুড়ে আমি লড়াই থামাতে চাই,
রাস্তার ধারে পড়ে থাকা পাথর কুড়োতে যাই,
পাথর ধরতে গিয়ে খেয়াল করি
আমার শাহাদাত আঙ্গুলটা নাই।

Comments

    Please login to post comment. Login