Posts

কবিতা

আমরা

September 13, 2024

আব্দুল কুদ্দুস বিপ্লব

69
View

বিধ্বংস চেতনার বালুচরে আমরা ফলাবো উর্বর পলি ফসল

অবসাদে পঙ্গু রাতগুলো ভরে উঠবে সজিব অনুভূতির জীবন কন্যা

মুমূর্ষু মোহনায় আমরা আনবো উত্তাল তারুণ্যের উজান

প্রতিকুলতার ঢেউয়ে আমরা রচিব জীবন অভিসার

অন্ধকার কুয়াশা ভেদে বুনিব অস্তিত্বের বর্ণমালা

হিমশীতল মৃত্যুর গা ঘেঁষে আমরা ফুটাবো স্বপ্নের শত দল।

আমরা ---

মায়য়ের চোখের বাঁচাল অনুভূতির সোহাগ

বাবার লাঙ্গুলে শক্ত সজিব জীবন্ত হাত

ভাইয়ের বোনের কলমের ডগায় প্রতিভা সৃজন

দম্পতির প্রেম ব্যাকুলতায় বন-প্রাণের সঞ্চার

মুগ্ধ চোখে চেয়ে চেয়ে থাকা প্রেমিকার পবিত্র অঙ্গীকার

সবুজের সোহাগে ঘেরা শব্দ ভোজি উৎকৃর্ণধ্যান

আমরা কখনও দুর্দান্ত বিদ্রোহী পদ্মা

আমরা কখনো প্রশান্ত নারী যমুনা

অসত্যের কবর নির্মাণে আমরা হালাকু-তৈমুর-চেঙ্গিস-হিটলার

যুগে যুগে আমরা হাসিমুখে ফাঁসি মঞ্চে ক্ষুদিরাম।

Comments

    Please login to post comment. Login