Posts

কবিতা

ঠিকানার কথা

September 13, 2024

আব্দুল কুদ্দুস বিপ্লব

66
View

ঠিকানা জানতে চান ?

স্থায়ী কোন ঠিকানা আমার নেই,

আছে তা পাকা ইমাতের নয়---

ফুট পাতের,

সেখানে এক বুক তৃষ্ণা নিয়ে বসে আছে

আমার জারজ সন্তানের মা

সে তৃষ্ণা অন্য কিছুর নয় ----

সে তৃষ্ণা রক্তের।

Comments

    Please login to post comment. Login