Posts

কবিতা

স্মৃতি কনিকা এবং তারপর

September 13, 2024

আব্দুল কুদ্দুস বিপ্লব

129
View

স্মৃতির মধ্যে নদী, ধান ক্ষেত, পাটের চারার 

হেলে দোলে কিশোরি  দেহ ভঙ্গি

হিমালিদের সাথে মটর শাক তোলার

জোটটা। হাফ প্যান্ট পরা জীবন গ্রন্থির প্রতি শ্রুতি, 

লেমনচুস চোষা, আইসক্রিম বিনিময়

লালার মিতালি একাকার…… এসব এখন 

শুধুই স্মৃতি…… মিষ্টি অনুভব…… অনুভতি নিটোল,

তব উথাল পাথাল মন…… যে মনটি  রুপালির আঁখি সরোবরে ঢেউ তোলা সাঁতার

বিনিদ্র রাতের সুখ প্লাবন ইন্টারমিডিয়েট দিনগুলোর।

এখন তারই বোধয় বিনিদ্র রাতের ক্লিষ্টতার ক্ষতি পূরন।

Comments

    Please login to post comment. Login