Posts

গল্প

সিদ্ধান্ত নেবার দিন

September 14, 2024

আহসান স্মরণ

53
View

আহত পাখি গুলো কাঁটাতারে বসেছে আজ। সিদ্ধান্ত হবে কোন পাড়ে কাটবে বাঁকিটা জীবন। একদিন হঠাৎ গুলি খাওয়া সিমান্তের সোডিয়াম বাতিটা জীর্ণ এবং নির্বাক তাকিয়ে আছে। সৈন্যদলের বুটের দাগ থেকে একটা গুবরে পোকা বেড়িয়ে এসে লিখছে পান্ডুলিপি। সভ‍্যতার সততা নিয়ে প্রশ্ন আসছে তার মনে বারবার। আজ সমস্ত ভাগ হয়ে যাবে শুধু কাঁটাতারেই থাকবে স্বাধিনতা। তাইতো সবাই সময় পাচ্ছে ভাববার, কাঁদবার এবং সিদ্ধান্ত নেবার।

Comments

    Please login to post comment. Login