Posts

কবিতা

ছড়া: ধড় আছে, মাথা নেই।

September 14, 2024

আহমেদ সাব্বির

Original Author আহমেদ সাব্বির

129
View

ধড় আছে, মাথা নেই!
আহমেদ সাব্বির

ধড় আছে, মাথা নেই, যত দূর জানি 
মিলবে না এ রকম জন্তু বা প্রাণী 
বুক-পিঠ সবই আছে, নেই শুধু মাথা 
নির্ঘাত গুল এটা, উদ্ভট যা-তা।

মাথাহীন জন্তু তো বুদ্ধিতে জিরো 
মাথা থাকে রাক্ষস, ভূত-পেতনিরও। 
বাঘ, হাতি, ঘোড়া, ব্যাঙ, উট, গাধা, গরু 
সব্বার মাথা থাকে চ্যাপটা বা সরু। 
পাগলেরও গোল মাথা, শোনো বাচ্চারা 
মাথা থেকে উঁকি দেয় চিন্তার চারা। 
মাথা থেকে বের হয় বুদ্ধির ধোঁয়া 
সাবধান! সব শেষ, মাথা গেলে খোয়া।

মাথা মানে টাকমাথা আর চুল ছাঁটা 
লজ্জায় কারও কারও মাথা যায় কাটা।
কেউ মাথা কিনে নেয়, কেউ দেয় ভাড়া 
হুটহাট রাগে কারও মাথা দেয় চাড়া।

মাথা আছে তাই এই পৃথিবীটা ছোটে 
চিন্তার তাপে ঘিলু টগবগ ফোটে। 


কান খুলে শোনো সব, নয় হেলাফেলা 
চারপাশে মাথাহীন মানুষের মেলা। 
বলা নেই কওয়া নেই দুম করে ওমা! 
উদ্ভট কথা বলে ফাটাবেই বোমা।

মাথাহীন ধড় দ্বারা চারপাশ ভরা 
অতএব অযথাই বকবক করা। 
লজ্জায় মাথা হেঁট, থাকি ঘাড় গুঁজে 
নিজেরটা ইদানীং পাচ্ছি না খুঁজে।

Comments

    Please login to post comment. Login