Posts

কবিতা

লু হাওয়ায় পোড়া দিন

September 14, 2024

Afsana Kishwar


আমার সব লোপাট হয়েছে লু হাওয়ার দাপটে এক পাঁচ আঁকা আট মাসের দিনে।গোত্রবাদী সংঘাতে আমার চারিদিকে শুধু মৃত সম্পর্কের হাড়গোড়,আমার বুকের ঠাসবুনোটে কফিনের পোড়ো ঘর।সেখানে যখন তোমার হলুদাভ হাত এসে ডাকে সনাতন প্রেমে,আমার দ্বিধাগ্রস্ত আত্মা কোথায় রাখব তারে ভেবে শুধু ব্যাকুল হয়,হারিয়ে যায় মনের জোর।আমার সামনে আগুন,পেছনে নৈরাজ্যের কালা পাহাড়-আমার কি তোমার কাছে ফেরা হবে আর?ইবরাহিমের অগ্নিকুন্ডে নারদদের জারজ নৃত্যে শামিল শয়তানপূজারী তামাম জনপদ,আমার কণ্ঠে শুধু পিপাসা চোখে আর্তি তোমার সাথে ভালোবাসার দেশ আরেকবার দেখা হোক,আমার জননীর কবরের পাশে আমার কাফনে মোড়ানো দেহ হোক যোগ;আমি অভিশাপ দেই নৃশংস নির্বিকার নাগরিকেরা তাদের অধর্মের অদৃশ্য ভাইরাসের তলোয়ার করুক ভোগ।

Comments

    Please login to post comment. Login