পোস্টস

কবিতা

মনালাপ

১৫ সেপ্টেম্বর ২০২৪

নাজমুল হোসেন রিফাত

‘প্রেয়সী,
ফিরোজা রঙের চুড়ি হাতে— এমন বর্ষার রাতে
করো প্রেমের আয়োজন।
একটা স্বপ্নের রাত তুমি দিও
যেন আর কোথাও এই রাতের চেয়ে উৎকৃষ্ট কিছু না হয়।’

‘প্রিয়তম,
আমি বসে আছি একা— তুমি আসবে, 
পাশে বসবে, ভালোবাসবে।
প্রেমের আলাপনে হারিয়ে যাবো
ঐ দূরের উপগ্রহ চাঁদে।

তুমি আসো না কেন?

তোমার কীসের এতো অভিমান!

দ্যাখো চিঠি খুলে,
প্রণয় পাঠিয়েছি ফুলে ফুলে।
চলে এসো, আমি তোমার অপেক্ষায় দুয়ারে দাঁড়িয়ে।’

১৫/০৯/২০২৪