পোস্টস

কবিতা

মৃত্যুই শুরু করে জীবনের।

১৫ সেপ্টেম্বর ২০২৪

সুকান্ত সোম

ঠিক যেমন ক্ষয়ে যায় পাহাড়সম পাথর

মৃদু বাতাসের অভ্যাসে,

আসে প্রেমের রুপে।

ক্ষতের বুকে যে আদর পরে

ছাপ রেখে যায়

না পাওয়া ব্যথাদের সাথে নিয়ে,

জানোতো এক ফসলি জীবনে

যত দেয়, ঠিক ততটায় নেয়।

জানি মৃত্যু ওত পেতে থাকে

কত রুপে তা কে জানে৷?

ধীরে ক্ষয়ে যাওয়া পাহাড়ও একদিন শেষ হয়,

তবে জীবন নয়, মৃত্যুই শুরু করে জীবনের।