ততো সুন্দর নরো মন্দ
সুধিনী সে বাঁচিতে
হাজারো স্নিগ্ধো করে শূদ্র
পারেনি হাসিতে
মনো মুগ্ধ নম্র তন্ত্র
সাধকের বাঁশিতে
পেলো তৃষ্ণা ওষ্ঠে ঘৃণা
অবজ্ঞা সে শুধালে
হাসির পাত্র দিবারাত্র
নসিবের কপালে
ধরণীতল মৃদ শীতল
বাণীতে রাশিতে
তটিণী-র তলে
জড়ো মৃদু হালে
যাইতেছি যাহাতে
মাধুর্যযুক্ত করিয়া মুক্ত
স্নিগ্ধ সুষমায় মোহিতে
তান্ত্রিক সমারোহে
শুরুতে ভ্রষ্ট হইয়া শ্রেষ্ঠ
কিং চিত লগনে।
মরনে তার বাঁচিয়া ফিরিয়ে
আনিত কলি
চরণে তার পড়িয়া ধরণী
হস্ত শূন্য তথা খালি।
84
View