Posts

কবিতা

অসময়ের সময়ে

September 15, 2024

শেখ রাকিব সিফাত

84
View

ততো সুন্দর নরো মন্দ
সুধিনী সে বাঁচিতে
হাজারো স্নিগ্ধো করে শূদ্র 
পারেনি হাসিতে
মনো মুগ্ধ নম্র তন্ত্র 
সাধকের বাঁশিতে 
পেলো তৃষ্ণা ওষ্ঠে ঘৃণা 
অবজ্ঞা সে শুধালে
হাসির পাত্র দিবারাত্র 
নসিবের কপালে
ধরণীতল মৃদ শীতল 
বাণীতে রাশিতে
তটিণী-র তলে
জড়ো মৃদু হালে
যাইতেছি যাহাতে 
মাধুর্যযুক্ত করিয়া মুক্ত
স্নিগ্ধ সুষমায় মোহিতে
তান্ত্রিক সমারোহে 
শুরুতে ভ্রষ্ট হইয়া শ্রেষ্ঠ 
কিং চিত লগনে।
মরনে তার বাঁচিয়া ফিরিয়ে 
আনিত কলি
চরণে তার পড়িয়া ধরণী
হস্ত শূন্য তথা খালি।
 

Comments

    Please login to post comment. Login