জিজ্ঞাসাই তার প্রতিহিংসা
বলয় বাণীতে রুচি সরিষা
মা জয়ী ভূমিত আপনি
রাগলে রাগুক সে তো রাগিণী
অমরত্বের লালসা আবৃষ্ঠ নিবিড়
পরিচর্যায় কেন্দ্রীয় সমাধি সুমির
ব্যঞ্জন রন্ধন আখার ক্রন্দন
অমৃতবাণ বর্ষন ম্লান
গগনতলে প্রেমের ছলে
চাহিয়া সৃষ্টি আঁটিল মুষ্টি
বদ্ধ পায়ে তাহার পানে
ছুড়িলো বাণ
রক্ত ঝরিবার আগেই
উড়িলো তাহার প্রাণ।