Posts

নন ফিকশন

স্বর্গছায়া: ভাবাবেগের অমিয় দোলায় যে লেখা হৃদয়কে আচ্ছন্ন করে

September 15, 2024

এস এম শাহনূর- কবি ও গবেষক

কাব্য গ্রন্থঃ স্বর্গছায়া। 
 লেখকঃ এস এম শাহনূর। 
প্রকাশকঃ পান্ডুলিপি প্রকাশন। 
    মূল্যঃ ৩০০ টাকা।

ভাবাবেগের অমিয় দোলায় যে লেখা হৃদয়কে
আচ্ছন্ন করে, কবিতা বোধহয় তাকেই বলে। 
শব্দবিন্যাসের সাবলীলতা আর অনিন্দ্য রুপকল্পের
স্বার্থক ব্যবহার 'স্বর্গছায়া' কাব্যগ্রন্থটিকে অসাধারণ করে তুলেছে।
       কবি এস এম শাহনূর একজন বহুমাত্রিক লেখক।
ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মেধাবী শাহনূর অত্যন্ত 
সাফল্যের সাথে তার শিক্ষা জীবন শেষ করেন।
পেশাগত কারণে তাঁকে ঘুরে বেড়াতে হয়েছে পৃথিবীর 
বিভিন্ন দেশ। এতে তাঁর অভিজ্ঞতার ঝুলি হয়েছে সমৃদ্ধ। 
আন্তর্জাতিক অঙ্গনে তিনি এবং তাঁর লেখা অত্যন্ত সুপরিচিত। 
শিশু অধিকার এবং নিজস্ব সংস্কৃতি নিয়ে মৌলিক 
লেখা উপস্থাপনের জন্য তাঁকে আমেরিকান ইউনিভার্সিটি অব মিলফোর্ড ইউ এস এ, তাঁকে 
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেন। তাঁর গবেষণা 
ধর্মী লেখাগুলো মৌলিকত্বে প্রশংসার দাবি রাখে। 
          কবি হিসেবেও তিনি তার উপস্থাপনে বলিষ্ঠতার
স্বাক্ষর রেখেছেন তার কাব্যগ্রন্থ 'স্বর্গছায়া'য়। যদিও
প্রতিটি কবিতা ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা তবুও বিষয় 
নির্বাচন, এবং ছন্দের লালিত্যে এর প্রতিটি কবিতাই অসাধারণ। 
"যত দূরে যাই মন পড়ে থাকে আঁকাবাঁকা তিতাসের তীরে" তাঁর এই উচ্চারণ জন্মভূমির প্রতি প্রগাঢ় ভালোবাসার  বহিঃপ্রকাশ। তাঁর বা‌ড়ি ব্রাহ্মণ বা‌ড়িয়ার কসবা থানায়। মা‌টির টা‌নে তাঁর লেখায় তিতাসসহ নিজ এলাকা বার বার প্রাণবন্ত হ‌য়ে উঠে‌ছে।ক‌বি আল মাহমু‌দের প্রতি ক‌বির অগাধ শ্রদ্ধা ও ভা‌লেবাসা চাপা থা‌কে‌নি। 
আবার করোনা কালের ভয়াবহতাকে তিনি মূল্যায়ন করেছেন মানুষের নৈতিক অবক্ষয়ের কারণেই হয়েছিলো করোনার আগমন।
      এমনি ভাবেই বিভিন্ন উপলক্ষ‌্য আর আয়োজনকে অনুষঙ্গ করেই তার কাব্যগ্রন্থটিকে তিপ্পান্নটি কবিতা দিয়ে সাজিয়েছেন কবি এস এম শাহনূর। 
সাবলীল বর্ণনা এবং সহজ শব্দের ব্যবহারে প্রতিটি 
কবিতা হয়ে উঠেছে অসামান্য। শত ব্যস্ততার মাঝেও
মানুষ ইচ্ছে করলেই তাঁর  প্রতিভার স্বাক্ষর রাখতে
পারেন যে কোনো ক্ষেত্রে, কবি শাহনূর তার উজ্জ্বল 
দৃষ্টান্ত। 
প্রত্যাশা রইলো তাঁর আগামীর দিনগুলো অসামান্য 
হয়ে উঠুক।

বুক রিভিউ: বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল আওয়াল।

Comments

    Please login to post comment. Login