পোস্টস

পোস্ট

গহনপথ বই এর গল্প।

১৬ সেপ্টেম্বর ২০২৪

মোহাম্মদ সাকিব (সাকু মিয়া)

মূল লেখক সাকু মিঞা

গহনপথ একটি রহস্য এবং থ্রীলে ঘেরা কাল্পনিক উপন্যাস। যেখানে সঞ্জয় নামের একটি সাধারণ ছেলের মহাপ্রলয় হয়ে ওঠার গল্প বলা হয়েছে। সেই সাথে বলা হয়েছে তার বাল্যকালের কিছু রোমাঞ্চকর ঘটনার কথা। সঞ্জয় তার ব্যাক্তিগত সখের কাজের জন্য একটা গ্রামে পাড়ি জমায়। সেখানে হঠাৎ একটা মেয়ে তার আশ্রয়স্থলে এসে বৃষ্টি থেকে বাচার জন্য আশ্রয় চায়। আশ্রয় দেয়ার মাধ্যমে তাদের মাঝে একটি বন্ধুত্ব তৈরি হয়। পরে সে জানতে পারে মেয়েটা আসলে কোনো মানুষ নয়। মেয়েটা আসলে মৃত! মেয়েটা সঞ্জয়ের থেকে তার হত্যার বিচার চায়। সঞ্জয় বন্ধুত্বের গভীরতায় থাকায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। এবং মহাপ্রলয়ের মতো সেই অঞ্চলের সমস্ত পাপিদের সে মেরে ফেলে। এরপর হঠাৎ সঞ্জয় জ্ঞান হারায়। তার মস্তিষ্কের মাঝে সাতবার নাড়া দিয়ে ওঠে। সাতবারে তার সাত প্রতিবিম্ব নরে ওঠে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় সে অজানা স্থানে। কে এই মেয়ে, কেনো সে অজানা স্থানে গেলো, সঞ্জয়ের বাল্যকাল কেমন রোমাঞ্চকর ছিলো। কীভাবে সে মহাপ্রলয় হলো। জানতে হলে পুরো গল্পটি পড়ুন।

পড়ুন ই-বুক "গহনপথ"

পড়তে চাইলে প্রবেশ করুন বইটই এপ এ। 

অথবা আমার প্রোফাইলেও রয়েছে।

 

যোগাযোগ - msakibkhan6@hotmail.com