আর তাই দুঃখ করোনা প্রিয়। মনে রাখবে,
যে সব গল্প সহজেই ধূলো জমে হারিয়ে যায় তা কোন গল্পই ছিলো না। একটা গভীর দুঃখ অথবা সুখের গল্প মানুষ কখনই ভুলতে পারে না।
মনে থেকে যায় মৃত্যুর পরেও।
জীবন হলো মহাকাশের মতো। যেখানে
একটা নক্ষত্র মরে গেলে কোন ক্ষতি নেই।
এমনও অনেক নক্ষত্র আছে যার আলো এসে পৌঁছেনি আমাদের স্মৃতিতে।
193
View