Posts

কবিতা

হাহাকার

September 16, 2024

আহসান স্মরণ

46
View

আমাদের আকাশ দেখা হলো না

হাজার জোঁনাক পোকা একা উড়ে গেল স্বপ্নের জাল ছিড়ে, আবেগের জলে সব ধুয়ে এখন অতিত। 

কোন এক অভাগা কবিতা আর বিবাগী গান মুক্তির অপেক্ষায় থেকে থেকে আত্মহত্যা করলো। বলছিলাম আমার নিঃশ্বাসের শব্দ বুঝে ওঠার কথা। তোমার হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠার কথা! 

নিঃশ্বাস কখন হয়তো মিথ‍্যে বলেনা। 

গল্পগুলো দাজির্লিং থেকে পিরামিড হয়ে নায়াগ্রায় গা ভাসিয়ে স্কটল্যান্ডের বিরানভূমিতে থেমে যায়। 

বুকের মাঝে মাথা রাখার ইচ্ছেটা মরচে ধরে, আর চাঁদ ভাগাভাগি টা? 'তুমি বাচ্চায় রয়ে গেলে আমাকে বুঝলে না!' হা হা হা এমন কতো কথা!  

এই শহরকে বৃষ্টি আবার ভেজাবে ঠিকই, আবেগ আসবে না। তোমার স্মৃতি থাকবে তুমিও থাকবে তবে আমাদের প্রেম, থাকবেনা।

Comments

    Please login to post comment. Login