পোস্টস

কবিতা

অর্থহীন জন্ম

১৬ সেপ্টেম্বর ২০২৪

আহসান স্মরণ

আমার জন্মের পর পৃথিবীর ইতিহাস নতুন করে লেখা শুরু হতে পারতো কিন্তু হয়নি। আমার জন্মপর পর হিরোশিমা নাগাসাকি তে নতুন করে মানব বসতি গড়ে উঠতে পারতো কিন্তু ওঠেনি। আমার জন্মের পর পৃথিবীতে বনাঞ্চল বৃদ্ধি পেয়ে ৭৫% হতে পারতো কিন্তু হয়নি। আমার জন্মের পর বৃটেনের রানি তাদের লুটকরা সমস্ত সম্পদ সেই সব দেশ কে ফেরত দিয়ে দুঃখ প্রকাশ করতে পারতো কিন্তু করেনি। আমার জন্মের পর পৃথিবীর সমস্ত সিমান্ত বেরিগেড গুঁড়িয়ে দিয়ে মানুষের অবাধ যাতায়াতের সুযোগ তৈরী হতে পারতো কিন্তু হয়নি। আমার জন্মের পর সমস্ত ধর্ম বৈরিতা ভুলে একসাথে চলতে পারতো কিন্তু চলেনি। আমার জন্মের পর পৃথিবীর সমস্ত নদী স্বমহিমায় প্রবাহমান থাকতে পারতো কিন্তু থাকেনি। 
তিনি কথা দিয়েছিলেন, 
আমার জন্মের পর 
পৃথিবীর কোন মা-বাবা অসুস্থ হবে না
প্রাণী কূলের কেউ-ই ঘরহীন অভুক্ত থাকবেনা
কোন প্রাণী আর চিরতরে বিলুপ্ত হবে না 
অপঘাতে মৃত্যু বলে কিছু থাকবেনা
কোন রাজনৈতিক অসাধু নেতা থাকবেনা 
কোন ধর্মিয় দাঙ্গা সংঘটিত হবে না
কোন জয় পরাজয় থাকবে না
নতুন নতুন সৃষ্টির আনন্দে মেতে থাকবে সবাই
ভয় নয় ভালোবাসায় বাঁচবে মানুষ। 
তিনি তাঁর সকল প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আর তাইতো আমার এই জন্ম কোন অর্থ বহন করে না।