বিপ্লবী জনতা তুমি
তুলেছিলে ধ্বনি দিয়েছিলে হুংকার
বৈষম্য নয়, হোক না দেশটা সবার।
কোরাসে কোরাসে কম্পিত গলায়
রাজপথে তুলেছিলে ধ্বনি
দিয়েছিলে অগ্নিঝরা স্লোগান
ক্ষমতা নয়, চাই মোরা সম্মান।
লোভী নয় তুমি চেয়েছিল শুধু অধিকার, তাই
রাজাকার বলেছে রাষ্ট্রের ই সরকার
লজ্জায় কেঁদে কেঁদে করেছিলে তা অস্বীকার।
অসহায় জাতি মরছে ডুবিয়া
জানে না সৈরাচার সরকার
বঞ্চিত বুকে বুলেটের আঘাতে
জাগিয়া উঠেছে তাই শ'ত শ'ত অভিমান।
বিপ্লবী জনতা তুমি
তুলেছিলে ধ্বনি দিয়েছিলে হুংকার
রাষ্ট্র ব্যক্তির নয়; হতে হবে সবার।