Posts

কবিতা

তবুও সন্ধ্যা নামে

September 16, 2024

Shifat Binte Wahid

Original Author সিফাত বিনতে ওয়াহিদ

161
View

তুমি তো ছেড়ে যাইতে পারতেছো না আর
যতবার চাইতেছো না আসার,
তারও বেশি ফিরে আসতেছো। 
দেখো, যা ভালো মনে করো
আমার ছায়ারে পারো যদি অনুরোধ করো-
সে যদি শোনে, তোমারে আর তাড়া না করে
কাজে, কামে কিংবা ঘুমেরঘোরে
অথবা যখন অলস বসে সিগারেট টানতেছো
তোমার মস্তিষ্কের ভেতর সে যেন বসায় না কোনো
সন্ধ্যাবেলার মদের আসর।

১৬ সেপ্টেম্বর, ২০২৪
বারিধারা, ঢাকা।

Comments

    Please login to post comment. Login