পোস্টস

কবিতা

নীরবতা, ঈশ্বরের ভাষা

১৬ সেপ্টেম্বর ২০২৪

Shifat Binte Wahid

মূল লেখক সিফাত বিনতে ওয়াহিদ

তুমি আসতেছো শুনলেই
আনন্দে পায়রা হয়ে ঘুরি
কী কী বলবো তোমারে, মনে মনে ঠিক করি।
অথচ মুখোমুখি বসা মাত্রই
বুকের সমস্ত ময়দান জুড়ে-
শব্দ শুনি ইজরাইলি বোমার।

 

"কী অবস্থা" অথবা "কেমন চলতেছে দিন"-
এমন সব সংলাপেই নীরবতা ভাঙে আমাদের
আলাপ চলতে থাকে এলোমেলো
কথায় কথায়, চোখে-ঠোঁটে-ঘাড়ে

কয়েকবার চোখ আটকায়

আর আমার বুকের ভেতর থাকা
ঘুমন্ত সন্ধ্যা জেগে ওঠে বলে-
এইসব ভালোবাসা বাসি যেন 
কেউ কোনোদিন টের না পায়, পাখি;
খুব খেয়ালে।

 

কিন্তু তুমি তো আর অন্য কোনো গল্প লিখতে পারতেছো না-
এমন প্রশ্নে ক্লান্ত মুখ আমার
আরো বেশি ক্লান্ত হয়ে ওঠে সাথে সাথে
কয়েক শতাব্দীর নীরবতা ঝুলে থাকে
কী কী বলা যাবে আর কী কী যাবে না-
সেইসব হেজিটেশনে।

 

সন্ধ্যা ফুরাইয়া যায়, ফুরাইয়া যাইতেছে আমাদের সময়
আমরা যা জানাই, যা যা জানাতে চাই
পুরোপুরি জানার আগেই, ওঠতে হবে আরেকটু পরে
এরপর কোনোদিন হয়তো দেখা হবে না আর-
এইসব ভেবে রাখা ভালো।
প্রেম মূলত কোথাও মিলিত হয় না- এমন বক্তব্য আছে তো মাওলানা রুমির।

 

১৬ সেপ্টেম্বর, ২০২৪
মোহাম্মদপুর, ঢাকা।