আবার দেখিব স্বপ্ন
আবার দেখিব স্বপ্ন
আবার বাসিব ভালো,
ওগো স্বপ্ন বোনা পাখি,
করিতেছি তোমায় আহ্বান
সারা দিবে কি মনের আকাশে?
জুড়াবে মনো প্রাণ।।
কে মনে রাখিবে কষ্টের অতীত
আজ মুক্ত করে দিলাম তারে
নতুন করে দেখবো স্বপ্ন
ওগো বন্ধু তোমায় নিয়ে।
কবে হবে সেই নতুন সকাল ;
সূর্য উঠিবে নতুন করে
তুমি এসে খুলে দাও প্রিয়
মনের বদ্ধ দুয়ারটারে।।