অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়ে লোকাল ট্রেনে বাসায় ফিরছিলাম। তখন একটা ছেলেকে দেখে মনের অজান্তেই একটা মায়া কাজ করে। যাত্রীদের অনেকর বাড়িতেই হয়ত এ ছেলের বয়সী বাচ্চা আছে। ওরা হয়ত তখন মায়ের কোলে বসে অ,আ, ক, খ দিয়ে নতুন নতুন শব্দ শিখছে। অথবা কষছে কঠিন সব অঙ্ক কিংবা ইংরেজির জটিল সব শব্দ শিখছে। কিন্তু তাদের বয়সী বাচ্চা হকারটা যে এখানে? তাঁর তো সন্ধ্যা হলে টিভিতে কার্টুন দেখার উপায় নেই। চাইলেও সে প্রাইভেট টিউটর রেখে পড়তে পারে না।