পোস্টস

কবিতা

আত্মসমর্পণ

১৬ সেপ্টেম্বর ২০২৪

মোহাম্মদ আনোয়ার হোসেন

দীর্ঘদিন আমার করো পায়ে চুমু খেতে ইচ্ছে করেনি,

আজ ইচ্ছে করছে তোমার পায়ে ঠোঁট ছোঁয়াতে।

যে পায়ে বকুল, শিউলি, কাঠগোলাপের সৌরভ নূপুর হয়ে জড়িয়ে আছে, সেখানে আমার নাকের ডগা ছুঁইয়ে, ভীষণভাবে একটা গভীর চুমু খেতে ইচ্ছে করছে।

এই যে আমি হাঁটু গেড়ে বসলাম তোমার সামনে,

আমার দুহাত আঁজলা বানিয়ে তুলে দিলাম,

সেখানে তোমার পা দুটো রাখো।

শিমুল তুলোর মতো নরম

পেঁজা তুলোর মেঘের মতোন ভেজা ভেজা

তোমার পায়ে,

আনন্দ সুখের কোমল স্পর্শে

রাগ ইয়ামেনের বান্দিশে,

আমি -

ডুবে যাই,

ঘুমিয়ে যাই,

হারিয়ে যাই।

দীর্ঘদিন পর,

নিজেকে আমার করো কাছে আত্মসমর্পণ করতে মন চাইছে,

তোমার পা দুটো আমার হাতে রাখো,

সেখানে আমার চুমু খেতে মন চাইছে।

.

.

মোহাম্মদ আনোয়ার হোসেন

১৩ জুলাই ২০২৪

ঢাকা।
.
.

ফিকশন ফ্যাক্টরিতে পোষ্ট করা আরও কিছু কবিতা -
ঠোঁটের উত্তাপসবকিছুই একসময় ক্লান্তিকর হয়ে পড়ে

ফেসবুক প্রোফাইলঃ Mohammad Anowar Hossain
ওয়েবসাইটঃ anowarstories.com