সকল প্রশংসা আল্লাহর;
যিনি তোমারে চেনাইয়া দিয়েছেন যাতনা,
দিয়েছেন ক্ষমতাও- ভালোবাসবার আরো
কিংবা বহুদিন পর প্রশ্ন করার অধিকার- "কী খবর, বলো"।
কিন্তু তারপরও, তোমার সিরিয়াসনেসের কাছে
বিপিডিতে আক্রান্ত আমি, কেবলই এক মানসিক কবি
প্রতিবার তাই কাগজ থেকে কলম ওঠবার আগেই
মলিন হয়ে ওঠো গল্প আর কবিতায়।
তোমার চেয়ে আর কেউ তোমারে চিনে না বেশি
তাই ক্যারেক্টারগুলাকে কিছুটা মিসগাইড করেই লিখি
যেন তুমি ভাবো- এসব গল্প অন্য কারো
অথবা বিরক্তি নিয়েই বলে ওঠো-
"এগুলা গল্প তো মনে হয় আমারই! কেন লেখে সে,
আমারে ফাঁসাতে!"
অথচ আমি তো আমাকেই লিখে যাই
পৃষ্ঠায় পৃষ্ঠায়, কলমের পর কলম কালি খরচায়
খুঁড়ে খুঁড়ে একান্ত হৃদয়ের বেদনা জাগাই-
এই রকম এক উইয়ার্ড দুনিয়ায়।
ছন্দে ছন্দ না মিললেই যেখানে
বিপরীতমুখী হয়ে ওঠে পৃথিবীর তাবৎ মানুষ
তারপর আবার, লোনলিনেসের বাহানায়
সেল্ফ ডিফেন্সিভ কথা নিয়ে নৌকা ভিড়ায় কাছাকাছি
যেন কোথাও কিছু আরেকটু বাকি
ধরতে চাইলেও ধরা যায় না, রহস্য ডানা
একে অপরের ছায়ার কাছে এসেও
শেষতক, অপরিচিতই থেকে যায় সব।
১৬ সেপ্টেম্বর, ২০২৪
বারিধারা, ঢাকা।