ভালোবাসা কী
- তমাল কৃষ্ণ মৃধা
ভালোবাসা নিয়ে করি অভিনয়, নেই তার কোনো দাম;
বিশ্বাস ভেঙ্গে, মন নিয়ে খেলা- চিরচেনা পরিণাম।
মিথ্যা মায়ায়- আবেগের বশে এ খেলায় নিয়ে অংশ;
ফলাফল তার হাতেনাতে পেয়ে জীবন হয়েছে ধ্বংস।
মিথ্যা প্রেমের নাটক সাজিয়ে কত না দিয়েছে আশা;
প্রতারণা আর ছলনার কাছে হেরে যায় ভালোবাসা।
জীবনের পথে তারই হাত ধরে চলতে চেয়েছি যত;
বিনিময়ে তার উপহার পেয়ে হৃদয়ে হয়েছে ক্ষত।
আজকের দিনে ভালোবাসা সে তো মুখে শুধু শোনা যায়;
সত্যিকারের ভালোবাসা আর কজন লোকেই পায়!
রূপের মোহেই প্রেমে পড়ে যাই, মন নাহি দেখি তার-
বিনিময়ে তাই প্রতারিত হই, নাই যার প্রতিকার।
ভালোবাসা তার আসল অর্থ কখনোই বুঝি নাই;
ভালো লাগাটাই মোহের বশে ভালোবাসা ভেবে যাই!
ভালোবাসা মানে সম্মান করে একসাথে পথ চলা;
বিশ্বাস রেখে নির্ভয়ে যায় - গোপন কথাকে বলা।
ভালোবাসা মানে নিরাশার মনে সুখের পরম ছোঁয়া;
নীরবতা আর হতাশার মাঝে প্রেমের উষ্ণ ধোঁয়া।
ভালোবাসা মানে যত্ন নেওয়া, বিপদের হয়ে ঢাল;
বিপদে তাহার হাত না ছেড়ে ,ধরে রাখা চিরকাল।
ভালোবাসা মানে চোখ বুজেও মন দিয়ে তাকে খোঁজা;
চুপ করেও মুখ দেখে যার-মন পড়ে যায় বোঝা।
ভালোবাসা মানে বিপদের মাঝে সহানুভূতির হাত;
একসাথে থেকে মোকাবেলা করা - জীবনের প্রতিঘাত।
ভালোবাসা নয় নাটক কিংবা মিথ্যে প্রতিশ্রুতি;
ভালোবাসা সে তো অটুট বিশ্বাস একে অন্যের প্রতি।
ভালোবাসা নয় দুদিনের কোনো মিথ্যা মায়ার খেলা;
অভিমান তার শত থাকলেও - নাহি থাক অবহেলা।
ভালোবাসার আগে - ভালোবাসা কী? বোঝার সময় নাই!
স্বার্থের তরে যে কোনো মূল্যে ভালোবাসা পেতে চাই।
সত্যিকারের ভালোবাসা আজ নাহি তারে খুঁজে পায়;
প্রতিদান ছেড়ে ত্যাগের মাঝেই ভালোবাসা পাওয়া যায়।
--------------------------০-----------------------