পোস্টস

কবিতা

স্বমৈথুনহীনতার অপরাধ

১৬ সেপ্টেম্বর ২০২৪

Saikat Sarkar

স্বমৈথুনহীনতার অপরাধ

 

 সদরঘাটে দাঁড়িয়ে গত রাতের ছিড়ে ছিড়ে পড়া রজনীগন্ধা 
      ক্রমশই এগোয় মধ্যরাতের বাগান হয়ে
      প্রাচীন উৎসবের উপাদান হয়ে
     ক্ষুধা,সে বড়ো ক্ষুধা অনেক
    এতো এতো রঙ,তামাশা ,আলোর বন্যা
সে নেশা সুরার চেয়েও মধুর,কবিতার থেকে বেশি সৎ
তবুও দেয়ালে দেয়ালে শুদ্ধতার গান গাওয়া হয়,
মানুষ খোঁজে ভার্জিন গোলাপ

অনিন্দিতা,ফিরে যাও ফুলশয্যার বউ হয়ে।