স্বমৈথুনহীনতার অপরাধ
সদরঘাটে দাঁড়িয়ে গত রাতের ছিড়ে ছিড়ে পড়া রজনীগন্ধা
ক্রমশই এগোয় মধ্যরাতের বাগান হয়ে
প্রাচীন উৎসবের উপাদান হয়ে
ক্ষুধা,সে বড়ো ক্ষুধা অনেক
এতো এতো রঙ,তামাশা ,আলোর বন্যা
সে নেশা সুরার চেয়েও মধুর,কবিতার থেকে বেশি সৎ
তবুও দেয়ালে দেয়ালে শুদ্ধতার গান গাওয়া হয়,
মানুষ খোঁজে ভার্জিন গোলাপ
অনিন্দিতা,ফিরে যাও ফুলশয্যার বউ হয়ে।